চট্টগ্রামকে অর্থনীতির প্রাণকেন্দ্র ও লড়াইয়ের শহর আখ্যা দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখান থেকেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। বিপ্লব উদ্যানে বিশাল সমাবেশে তিনি চট্টগ্রামকে নাগরিকদের শহর ঘোষণা করে সকল সম্প্রদায়ের মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন। কক্সবাজারে ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। এ কারণে আমাদের ওপর বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে। বাধা দিলে বাধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। বাধা দিয়ে থামানো যাবে না। সদস্য সচিব আখতার হোসেন পাসপোর্ট অফিসসহ বিভিন্ন দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। হাসনাত আবদুল্লাহ জানান, স্বৈরতন্ত্র হটানোর পর এবার সফল রাষ্ট্র গঠনের সময় এসেছে।