ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি–২ অচল হয়ে পড়েছে। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৯ অক্টোবর থাই এয়ারওয়েজের একটি বিমান অবতরণের সময় হাই অ্যান্টেনা অ্যাপ্রোচ লাইট ভেঙে ফেলে, ফলে সিস্টেমটি ক্যাটাগরি–১ এ নেমে আসে। এর ফলে প্রতিদিন ৫ থেকে ৮টি ফ্লাইট চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় ডাইভার্ট করতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাটাগরি–২ সুবিধা পুনরুদ্ধারে প্রায় তিন মাস সময় লাগবে।
এই পরিস্থিতিতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে রাত ও ভোরের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আকাশে থাকতে বাধ্য হচ্ছেন। ফ্লাইট ডাইভার্টের কারণে এয়ারলাইনসগুলোর জ্বালানি ব্যয়, জরিমানা ও শিডিউল জটিলতা বেড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত লাইটগুলো বিদেশ থেকে আনতে হবে এবং টেন্ডার আহ্বান করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও শীতের আগে সংস্কার সম্পন্ন হলে এ সমস্যা এড়ানো যেত।
কর্তৃপক্ষ দ্রুত মেরামতের চেষ্টা করছে, তবে উত্তর পাশে উঁচু ভবনের কারণে শাহজালালে আইএলএস ক্যাটাগরি–৩ চালু করা সম্ভব নয়।