চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী বলেছেন, তার দল পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে। শুক্রবার সীতাকুণ্ডের ভাটিয়ারী জলিল স্টেশন এলাকায় পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এই খাতের শ্রমিকরা ঝুঁকিপূর্ণ পরিবেশে অতিরিক্ত সময় কাজ করেও ন্যায্য মজুরি পান না। সভাটি আয়োজন করে সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন।
আসলাম চৌধুরী বলেন, পরিবহন শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের আমদানি-রপ্তানির স্বার্থে কাজ করতে হয়, অথচ তারা চাকরির নিরাপত্তা ও পর্যাপ্ত বেতন থেকে বঞ্চিত। তিনি অভিযোগ করেন, পরিবহন খাতে নানা বিশৃঙ্খলা ও ভোগান্তি রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। তিনি আরও জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানও এ বিষয়ে আন্তরিক।
সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল খান লাদেন এবং সভাপতিত্ব করেন কার্যকরী সভাপতি শাহজাহান। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।