বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এটি অন্তর্বর্তী সরকারের ১৮তম এবং চলতি ২০২৫–২৬ অর্থবছরের সপ্তম একনেক সভা।
মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, অনুমোদিত প্রকল্পগুলো পরিবহন, জ্বালানি, শিক্ষা ও গ্রামীণ উন্নয়ন খাতে বাস্তবায়িত হবে।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই প্রকল্পগুলো কর্মসংস্থান ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। তবে তারা বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়নিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে বিনিয়োগের সুফল জনগণের কাছে পৌঁছায়।