Web Analytics

ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভা গাজায় নতুন সামরিক আগ্রাসন শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন কান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বা মার্কিন নীতিতে মৌলিক পরিবর্তন এলে গাজায় নতুন অভিযান শুরু করার বিকল্পও বিবেচনায় রয়েছে।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ২৯ ডিসেম্বর ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর নির্ধারিত বৈঠকের আগে। একই সময়ে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তুরস্ক, কাতার ও মিশরের প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবেন।

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি দুই বছরের ইসরাইলি হামলার অবসান ঘটায়, যেখানে প্রায় ৭১ হাজার মানুষ নিহত হয়। নতুন আগ্রাসনের সম্ভাবনা আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক পুনর্গঠনের প্রচেষ্টাকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!