তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানী শেষে আদালত চত্বরে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সাবেক প্রধান বিচারপতির এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশের সমস্ত বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, সমস্ত মানুষের অধিকার খর্ব হয়েছে। এজন্য আপিল বিভাগে আপিল করেছি। আগামী ২১ অক্টোবর আদালত এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে রিভিউ শুনানীতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। যাতে এটি বারবার আর বিঘ্নিত না হয়।