রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে ২৭ জুলাই থেকে মাসে একবার মস্কো-পিয়ংইয়ং রুটে সরাসরি বিমান চলাচল শুরু হবে। ফ্লাইটে প্রায় আট ঘণ্টা সময় লাগবে। সম্প্রতি দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচলের অনুমোদন পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে চীনের তিয়ানজিনে অবস্থান করছেন।