Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির সাত প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তার বিষয়েও পৃথক নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে ১০ জানুয়ারি নিরাপত্তা চেয়ে আবেদন করার পরদিনই ইসি সচিবালয় তা অনুমোদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।

নিরাপত্তা নির্দেশে অন্তর্ভুক্ত অন্য ছয়জন জামায়াত প্রার্থী হলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানান, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

ইসি সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!