Web Analytics

গণসংহতি আন্দোলন (জিএসএ) নেতা শরিফ ওসমান হাদির হত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে এবং সাম্প্রতিক গণমাধ্যমে হামলা ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, হাদির হত্যাকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ফিরোজ আহমেদ ও তাসলিমা আখতারসহ নেতারা প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয় পরিদর্শন করেন এবং হামলার নিন্দা জানান। তারা অন্তর্বর্তী সরকারের নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, সরকারের এই ব্যর্থতা গণমাধ্যমের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। রুবেল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

সংগঠনটি সতর্ক করে বলেছে, এই সহিংসতা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বড় হুমকি তৈরি করছে। তারা দেশি-বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে বৃহত্তর গণঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!