Web Analytics

বিএনপি নেতা সালাহউদ্দিন টুকু বলেন, দেশ গঠনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে রেখেই তাদের সমস্যার সমাধান করবে। টাঙ্গাইলে দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মর্মান্তিক দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছেন। টুকু বলেন, নদী-নালা ও খাল-বিলের দেশে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো জরুরি। এতে করে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু নগরায়ণের ফলে শহরে আর আগের মতো পুকুর ও খাল না থাকায় শিশুরা সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ বাস্তবতাকে সামনে রেখে আগামী দিনে আধুনিক নগরায়নের পরিকল্পনা নিতে হবে। আরও বলেন, একা দেশ পরিবর্তন সম্ভব নয়। তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে পরিবর্তনের ইচ্ছা জাগিয়েই প্রকৃত রূপান্তর সম্ভব। বিএনপি আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিশুকাল থেকে যোগ্য নাগরিক গড়ে তুলতে উদ্যোগ নেবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।