দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে নির্মাণাধীন রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। এত মৃত্যু হয়েছে ছয় জনের। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত হয়েছেন সাত জন। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগুন নেভানোর জন্য সবধরনের সরঞ্জাম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।