Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন সোমবার কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি প্রার্থীর সমর্থকরা তার দলের নেতাকর্মীদের ভয়ভীতি ও হামলার মাধ্যমে নির্বাচনে অনিয়ম করছে। তিনি দাবি করেন, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নেয়াজপুর ও অশদিয়া ইউনিয়ন এবং কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে এবং নারী ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের তালিকা প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে বাতিল করে নিজেদের পছন্দের কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি; বরং জামায়াতের কর্মীরা তার হিন্দু ভোটারদের হুমকি দিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!