Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘বট বাহিনী’ বলে পেটানোর পরিকল্পা করেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ নিয়ে ছড়িয়ে পড়েছে দুটি স্ক্রিনশট। 'রাবি ছাত্রদল’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন উঠে এসেছে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তুষার শেখ, বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ও কর্মী হাসিবুল ইসলাম হাসিবের। হাসিব লিখেছেন, ‘আগামীকাল ক্যাম্পাসে আসেন এই বট বাহিনীর ছেলেগুলাকে চিহ্নিত করে দিন। এক শালাকেও ছাড়া হবে না। ক্যাম্পাসের বাইরে বের হবে না? সবগুলারে একটা একটা করে ধরে ছিঁড়ে ফেলে দেব।’ তুষার শেখ লেখেন, ‘ক্যাম্পাসের বাইরে ভেতরে না মামা এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পিটাতে হবে।’ আহসান হাবীব লিখেছেন, ‘যাচাই-বাছাই ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা পোস্ট অ্যাপ্রুভ করায় এদের বিরুদ্ধেও মামলা করা যাবে।’ তুষার শেখ লিখেছেন, ‘গায়ে হাত দেওয়া অন্যায় ঠিক; কিন্তু এদেরকে পিটানো ছাড়া কোনোভাবেই সোজা করা সম্ভব নয়। এদেরকে পিটুনি দিলে সব ঠিক।’ হাসিব স্ক্রিনশট অথেন্টিক বলে স্বীকার করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।