ভারতে ওয়াকফ বিল পাস ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে নিন্দা জানিয়ে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। মিছিলে বক্তারা বলেন, "গুজরাটের কসাই মোদি একের পর এক মুসলিমদের অধিকার খর্ব করছে। তারা মুসলমানদের ঘর-বাড়ি ভেঙে দিছে। তাদের জন্মস্থান থেকে উচ্ছেদ করছে। সর্বশেষ ওয়াকফ বিল পাস করে ভারতে মুসলমানদের অধিকার খর্ব করছে। এর প্রতিবাদ করতে গিয়ে সমগ্র ভারতে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে।" এছাড়া এই মিছিলে দখলদারদের বর্বর গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানানো হয়।