মব সৃষ্টি করে প্রকাশককে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে ঝামেলা করা দুই সমন্বয়কসহ বৈষম্যবিরোধী তিন নেতাকে এনসিপি নেতা হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। ওসি ক্যশৈনু বলেন, তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন এবং পরিবারের লোকজনও এসেছিলেন। পরে মুচলেকা রেখে তাদের ওই সমন্বয়ক ও পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছি। তিনজন হলেন মোহাম্মদপুর থানার বৈবিছাআ আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী, ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফারহান সরকার দিনার এবং মো. উল্লাহ জিসান। এক বিজ্ঞপ্তিতে বৈবিছাআ জানায়, নৈতিক স্খলনজনিত কারণে মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।