Web Analytics

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। আজ রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। শনিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৩ ডিসেম্বর আবেইতে জাতিসংঘ মিশন ইউনিসফার ঘাঁটিতে ওই হামলায় ছয়জন শহীদ হন এবং নয়জন আহত হন। আহতদের মধ্যে আটজন কেনিয়ার নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং সবাই শঙ্কামুক্ত।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। উপস্থিত ছিলেন জাতিসংঘের প্রতিনিধি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা। ঘটনাটি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সেনাদের ঝুঁকিপূর্ণ দায়িত্বের বাস্তবতা আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!