বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে অনুষ্ঠিত হয়। এতে সিইসি নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যার নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। যদিও বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি, এটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপের অংশ।
নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছেন, সব রাজনৈতিক দলের সঙ্গে ইসির এই সংলাপ আসন্ন নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গঠনে সহায়ক হবে। আগামী সপ্তাহগুলোতে আরও দলগুলোর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।