Web Analytics

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩৪ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। মারাউক-ইউ শহরের আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন হাসপাতালে বুধবার রাতে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানায়।

মিয়ানমারের সামরিক বাহিনী এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দেশটিতে জান্তা সরকার ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত দীর্ঘদিন ধরে চলমান। বাংলাদেশ তার বিবৃতিতে সকল বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয় এবং রোহিঙ্গা ও রাখাইনসহ সকল জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষার আহ্বান জানায়।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও নাজুক করতে পারে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!