Web Analytics

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন, গত মঙ্গলবার (৪ নভেম্বর) ভোররাতে প্রায় রাত ২টার দিকে দুইজন মুখোশধারী তাঁর বগুড়ার বাসভবনে আগুন দেওয়ার চেষ্টা চালায়। ‘শ্যামাপাখি’ নামে পরিচিত ওই বাড়ির সামনের দরজায় দাহ্য পদার্থ জ্বালিয়ে দেওয়া হয়; ঘটনাস্থলটি শহরের জলেশ্বরীতলার আলতাফুন্নেছা মাঠের পাশে। বুধবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে রাজনৈতিক ভয় দেখানোর চেষ্টা বলে উল্লেখ করে জানান, সেই সময়ে তাঁর বৃদ্ধা মা বাড়িতে ছিলেন এবং কোনো হুমকিই তাঁকে নীরব করতে পারবে না। স্থানীয়দের কেউ কেউ জানান, তারা দুই তরুণকে বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখেছেন এবং তাদের মাদকসেবী বলে সন্দেহ করছেন; সেখানেই জ্বালানি পদার্থের কিছু চিহ্ন পড়ে ছিল। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে বাড়ির সামনে দুই যুবককে দেখা গেছে এবং ধারণা করা হচ্ছে তারা মাদকাসক্ত; তবু সব দিক থেকেই তদন্ত চলছে। জেলা পুলিশ সুপার জেদান আল মুসা জানান, বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্তে ভিডিও বিশ্লেষণ চলছে। কোনো হতাহত নেই; ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও কর্তৃপক্ষ জানায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।