Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আখতার হোসেন সম্প্রতি অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত অস্ত্রের মহড়ায় প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। রোববার এক প্রেস বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই মন্তব্যকে ‘অসত্য, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেন।

জুবায়ের বলেন, জামায়াত একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল, যা আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তিনি আখতার হোসেনের বক্তব্যকে ‘ভিত্তিহীন ও দুঃখজনক’ বলে উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যম ও জনগণ যেন এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এ বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!