Web Analytics

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এসে ঠাকুরগাঁওয়ে একাধিক বাউল শিল্পী হামলার শিকার হন। বুধবার দুপুর আড়াইটার দিকে ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজেদের ‘তৌহিদী জনতা’ পরিচয়দানকারী একদল লোক হঠাৎ বাউলদের ওপর চড়াও হয়ে মারধর করে। এতে বাউলরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাউলদের নিরাপত্তা নিশ্চিত করে। তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!