Web Analytics

ইথিওপিয়ার আফার অঞ্চলের হায়লি গুব্বি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত করেছে। অগ্ন্যুৎপাত থেকে ১৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের মেঘ উঠে লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান, ভারত ও উত্তর পাকিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। স্থানীয় আফদেরা শহর ছাইয়ে ঢেকে যায় এবং আশপাশে মাঝারি কম্পন অনুভূত হয়। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন জানিয়েছে, হোলোসিন যুগে এই আগ্নেয়গিরিতে এর আগে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পশুপালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভলক্যানিক অ্যাশ অয়াডভাইজারি সেন্টার (ভিএএসি) জানিয়েছে, ছাইয়ের মেঘ ভারতের আকাশে প্রবেশ করে সাময়িকভাবে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটিয়েছিল, যা এখন স্বাভাবিক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রিফট ভ্যালির এই অঞ্চল ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।