Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান দেশজুড়ে চলমান ইন্টারনেট বন্ধের অবসান দাবি করেছেন। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশিত এক টেলিগ্রাম পোস্টে তিনি সতর্ক করে বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখলে সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ আরও বাড়বে। তার মতে, ইন্টারনেট চালু হলে বিক্ষোভ ফের শুরু হওয়ার ঝুঁকি থাকলেও ইন্টারনেট বন্ধ রাখার ক্ষতি তার চেয়ে বেশি।

৮ জানুয়ারি থেকে ইরানে প্রায় ৯ কোটি মানুষ ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষ নিহত হয়েছে। নরওয়ে-ভিত্তিক এনজিও ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। তবে সরকার জানিয়েছে, নিহতের সংখ্যা ৩ হাজার ১১৭, যার মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকার বাকি নিহতদের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে জড়িত ‘দাঙ্গাবাজ’ বলে অভিহিত করেছে।

ইউসুফ পেজেশকিয়ান বলেন, সহিংস বিক্ষোভের ভিডিও প্রকাশের আশঙ্কায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, তবে এই যুক্তি তিনি সমালোচনা করেন এবং নিরাপত্তা বাহিনীর ভুলের জবাবদিহির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!