রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় একদল কিশোরের ছুরিকাঘাতে ফারুক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আল ফালাহ মসজিদের গলিতে ১০-১৫ জন কিশোর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়েরাপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয় কিশোরদের দাবি, হামলাকারীরা একই এলাকার হতে পারে, তবে তারা কাউকে চিনতে পারেনি এবং হত্যার কারণও জানা যায়নি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এলাকায় কিশোর গ্যাং কার্যক্রম বা স্থানীয় বিরোধের সম্ভাব্য সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য সংগ্রহ করছে অপরাধীদের শনাক্ত করতে।