Web Analytics

২০২৬ সালের ২৫ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৩২তম সভা অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করা হয়। একই সঙ্গে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ও মা-শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত ভাতার হারও বৃদ্ধি করা হয়।

সভায় ২০২৬–২৭ অর্থবছরের জন্য ১৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার নির্ধারণ করা হয়। এতে ২ লাখ ৭৩ হাজার ৫১৪ জন নতুন জেলেকে ভিজিএফ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অনগ্রসর জনগোষ্ঠীর সহায়তা কার্যক্রমের আওতা বাড়ানো হয়। গুরুতর রোগে আক্রান্ত রোগীদের এককালীন চিকিৎসা সহায়তা দ্বিগুণ করে ১ লাখ টাকা নির্ধারণ করা হয় এবং খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী পরিবার সংখ্যা ৬০ লাখে উন্নীত করা হয়।

এই সিদ্ধান্তগুলো আগামী অর্থবছরে দেশের সামাজিক সুরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!