গণঅভ্যুত্থানে ধানমন্ডি থানার হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় চারদিনের রিমান্ডে দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে। তারা হলো সিয়াম রহমান এবং আনোয়ার হোসেন নাঈম। গত ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন গণঅভ্যুত্থানে অংশ নেন শহীদ রিয়াজ। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা শাফিয়া বেগম।