দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার স্থগিত করার নির্দেশ দিয়েছে, সন্দেহ করা হচ্ছে এসব লকারে বিপুল পরিমাণ অপ্রদর্শিত সম্পদ রয়েছে। বর্তমানে লকারে কোনো সম্পদ রাখা বা বের করা যাচ্ছে না। সম্প্রতি সাবেক ডেপুটি গভর্নরের লকার থেকে বৈদেশিক মুদ্রা ও সোনালী অলঙ্কার উদ্ধার করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। অর্থনৈতিক উপদেষ্টা সরকারের সঙ্গে আলোচনা শেষে এসব সম্পদ স্থগিত করার সম্মতি দেন।