জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কারের পয়েন্টগুলোতে এনসিপি, জামায়াত ও অন্যান্য দল একমত হওয়ায় নির্বাচনি জোট গঠনে এটিই প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে। শনিবার এনসিপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে অন্যান্য দলের মতভিন্নতা দেখা গেলেও এনসিপি, জামায়াত ও কয়েকটি দল স্বাভাবিকভাবেই সংস্কারের পয়েন্টগুলোতে একমত হয়েছে। আখতার হোসেন বলেন, দেশকে নতুনভাবে গড়ে তোলা ও রাষ্ট্রকাঠামো সংস্কারের যে রাজনীতি, তার প্রতি অঙ্গীকারই নির্বাচনি জোট বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
এনসিপির এই অবস্থান আসন্ন নির্বাচনি সমঝোতায় সংস্কারভিত্তিক রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।