বাংলাদেশ সরকার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে। রোববার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। এর আগে দায়িত্বে থাকা মেজর জেনারেল ইফতেখার আনিসকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং তার চাকরিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। বিআইআইএসএস একটি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, যা নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও কৌশলগত বিষয় নিয়ে গবেষণা পরিচালনা করে। নতুন মহাপরিচালকের নেতৃত্বে প্রতিষ্ঠানটির গবেষণা ও নীতিনির্ধারণে ভূমিকা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।