ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের থেকে বাংলাদেশ এমন বিবৃতি আশা করে না বলেও অবগত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আরো বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তা বাংলাদেশের জনগন পছন্দ করছে না। ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাকে ঘিরে বাংলাদেশ সরকার ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছে।