Web Analytics

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, আইন বিশেষজ্ঞদের মতে এতে কোনো আইনি বাধা নেই। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান এবং বলেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

প্রেস সচিব জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। গণভোটে চারটি প্রশ্ন থাকবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবার বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে, যদিও আগের তিনটি নির্বাচন তারা পর্যবেক্ষণ করেনি। তিনি দাবি করেন, এবার নির্বাচনে ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না।

শফিকুল আলম সতর্ক করে বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ পতিত সরকারের লোকজন মিথ্যা তথ্য ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!