জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন এবং আল্লাহ যেন তাঁর ভুলত্রুটি ক্ষমা করে, ভালো কাজগুলো কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নেন—এই দোয়া করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। প্রধান উপদেষ্টা শোকবার্তায় বলেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারিয়েছে এবং তিনি গভীরভাবে শোকাহত।
খবরে আরও উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার জানাজার ছবি ও ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে, যা সারাদেশে শোকের আবহ তৈরি করেছে।