পাকিস্তান সরকার সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমা খানের সাক্ষাৎ স্থগিত করেছে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, তিনি কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় রাজনৈতিক আলোচনা করেছিলেন, যা জেল আইনের পরিপন্থী। সরকার ঘোষণা করেছে, কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় কেউ রাজনৈতিক আলোচনায় জড়ালে তার সাক্ষাতের অধিকার বাতিল হবে।
আইনমন্ত্রী আজম নাজির তারার বলেন, এই বিধান বহু বছর ধরে বিদ্যমান এবং সব দণ্ডিত বন্দির ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি জানান, আদিয়ালা কারাগার পাঞ্জাব সরকারের অধীনে পরিচালিত হয় এবং সেখানে সাক্ষাৎ কেবল তত্ত্বাবধানে, সপ্তাহে একবার, সর্বোচ্চ ছয়জন দর্শনার্থীর সীমায় অনুষ্ঠিত হতে পারে। এছাড়া রাজনৈতিক বিষয়বস্তু বা তথ্য প্রকাশের উদ্দেশ্যে কোনো যোগাযোগের অনুমতি নেই।
সরকার সতর্ক করেছে, কারাবিধি ভঙ্গ বা কারাগারের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।