Web Analytics

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া দক্ষিণ শিলখালী বিজিবি চেকপোস্টের পূর্ব পাশে পাহাড়ঘেঁষা একটি দোকান থেকে শিশুসহ চারজনকে অপহরণ করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড় থেকে নেমে আসা ২০-২৫ জনের একটি সশস্ত্র দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অপহৃতরা হলেন মামুন জিয়ার ছেলে অছিউর রহমান (২০), মোহাম্মদ ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৭), কাসিম বৈদ্যের ছেলে পুতিক্যা (১৩) এবং হাসানের ছেলে আবু সিদ্দিক (১০)। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধারে তৎপর হন। শিলখালী এলাকার শাহ ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে, তবে ভুক্তভোগীদের পরিবার এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।