Web Analytics

ঢাকার টিটি পারায় নির্মিত ছয়-লেনের রেলওয়ে আন্ডারপাস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে, যা এলাকার যান চলাচলে উল্লেখযোগ্য সুবিধা নিয়ে এসেছে। ৮ নভেম্বর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, আন্ডারপাসের উদ্বোধন করেন। নতুন এই আন্ডারপাসে মোট ছয়টি লেন রয়েছে: চারটি যানবাহনের জন্য এবং দুটি রিকশা, সাইকেল ও পথচারীদের জন্য। পাঁচ মিটার উচ্চতার যানবাহনও সহজে চলাচল করতে পারবে। ট্রেন এখন উপরে চলে, যা নিচ দিয়ে যানবাহনের চলাচলকে বাধামুক্ত করেছে। পূর্বে ট্রেন ক্রসিংয়ে যানবাহন প্রায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকত, ফলে অনেককে দীর্ঘ পথ ঘুরে যেতে হতো। নতুন আন্ডারপাস মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর এবং সবুজবাগ এলাকার যোগাযোগ সহজ করবে, এবং স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।