কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে আওয়ামী লীগের আবুল মোল্লা ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার সকালে অস্ত্রসজ্জিত অবস্থায় আবুল মোল্লার গ্রুপ গ্রামে ঢুকলে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। তিতাস থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বহিরাগতসহ ৭ জনকে আটক করে। দুই বছর ধরে চলা দাঙ্গা ও প্রতিশোধমূলক হামলার ধারাবাহিকতায় বড় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।