ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে খেলাফত মজলিসের প্রার্থীসহ দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দিগঞ্জ), বরিশাল-৫ (সদর) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই সম্পন্ন হয়। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম জানান, ভোটারের এক শতাংশের সই না থাকা এবং ত্রুটিপূর্ণ কাগজপত্র দাখিলের কারণে এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলামের মনোনয়নপত্রে ভোটারের সই না থাকায় তা বাতিল হয় এবং খেলাফত মজলিসের প্রার্থী এ.কে.এম মাহবুব আলমের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়। একই আসনে বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীর হলফনামায় সই না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। বরিশাল-৬ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবীর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার মনোনয়নও স্থগিত রাখা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, স্থগিত মনোনয়নপত্রগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ৪ জানুয়ারি ঘোষণা করা হবে।