রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের একাংশ। কোষাধ্যক্ষ মাসুদ রানা জানান, গত ২৩ সেপ্টেম্বর রাবি প্রশাসনের সাথে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার দুপুর ১টা থেকে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। আরও বলা হয়, আগামী সাতদিনের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।