জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগকে ভিত্তিহীন রাজনৈতিক অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে বিএনপি। শনিবার গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন বলেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়নি এবং এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, জামায়াতের ওই নেতা তার দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি এবং এটি বিভ্রান্তি ছড়ানোর রাজনৈতিক অপকৌশল। মাহাদী আমীন জানান, বিএনপির রাজনীতি বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়নের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তারেক রহমানের নেতৃত্বে। তিনি স্মরণ করিয়ে দেন, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যা এবং সীমান্তে ফেলানি হত্যার প্রতিবাদে বিএনপি ধারাবাহিক আন্দোলন করেছে।
সংবাদ ব্রিফিংয়ে মাহাদী আমীন বিএনপির নির্বাচনি হটলাইন ১৬৫৪৩ ও হোয়াটসঅ্যাপ নম্বর চালুর ঘোষণা দেন এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর নামে প্রতারণা সম্পর্কে সতর্ক করেন, এমন ঘটনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান।