জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন, তবে তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। সোমবার সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনি সাফল্যের জন্য এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে, যদিও আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি। তিনি জানান, সম্ভাব্য বাতিল বা ভুলত্রুটি বিবেচনায় কিছুটা বেশি মনোনয়ন জমা দেওয়া হয়েছে। ঢাকা-১০ ও কুমিল্লা-৩ আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, সেখানে জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে দল। তিনি আরও বলেন, দলের নেতাকর্মীরা জোটের প্রার্থীদের জন্য একযোগে কাজ করবে।
জামায়াতে ইসলামীসহ সমমনা ১০ দলের এই জোটে এনসিপিকে প্রায় ৩০টি আসন দেওয়া হতে পারে বলে জানা গেছে। এবি পার্টি যুক্ত হওয়ায় আলোচনায় বিলম্ব হয়েছে, তবে আসন সমঝোতা শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।