আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টানায় তোপের মুখে পড়েন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ কমিশন সালাউদ্দীন মাহমুদ। একুশে এলায়েন্স আয়োজিত কেনমোর মিডল স্কুলের অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ করা হলে তিনি দূত হিসেবে মিনিস্টারকে পাঠান। অনুষ্ঠানে বক্তৃতাকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ এনে কথা বললে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। মঞ্চে থাকা ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহসিনা জিন্নাত রিমির আক্রোশের শিকার হয়ে সালাউদ্দীন মাহমুদ মঞ্চ ত্যাগ করেন। প্রসঙ্গত, তিনি জুলাই শহীদদের স্মরণে নীরবতা পালনের আহ্বান করেছিলেন।