Web Analytics

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ঘাট কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করে। সন্ধ্যা নামার পর কুয়াশার ঘনত্ব দ্রুত বেড়ে যাওয়ায় নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায় এবং নৌপথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, কুয়াশা কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

ফেরি বন্ধ থাকায় নদী পারাপারে আসা যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকারের চালক ও যাত্রীরা শীতের রাতে চরম দুর্ভোগে পড়েছেন। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!