সুনামগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফ নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে। সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা থাকায় সিলেট ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির দিবারাত্রি টহল জোরদার ও নজরদারি বাড়িয়েছে। বাসিন্দারা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জনবল বৃদ্ধির পাশাপাশি পূর্বে যেখানে বৈদ্যুতিক পোস্টে বাংলাদেশমুখী লাল হ্যালোজিন লাইট ব্যবহার করছিল; সেখানে গত দুই দিন আগে তাদের প্রতিটি বৈদ্যুতিক পোস্টে নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে।