বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সিন্ডিকেট জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইস উদ্দিনের একক সিদ্ধান্তে প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীরা বলেন, প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে, প্রার্থীরা প্রচারণা চালিয়েছে এবং ভোটাররাও প্রস্তুত ছিলেন। এত প্রস্তুতির পর হঠাৎ নির্বাচন স্থগিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বারবার পেছানোর পর আজকের নির্বাচনটি হওয়া উচিত ছিল। প্রয়োজনে ফলাফল পরে ঘোষণা করা যেতে পারে, তবে এখন নির্বাচন না হলে প্রশাসনিক ও মানসিক প্রস্তুতির পরিবেশ নষ্ট হবে।