গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাই, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বুধবার সকাল ৯টার দিকে হেরারচালা গ্রামে মহাসড়ক অবরোধ করে তারা। তিন ঘণ্টা পর মহসাড়ক ছাড়ে শ্রমিকরা। শ্রমিকেরা জানান, মঙ্গলবার ৩০ শ্রমিককে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বাসায় ফিরে যান। বুধবার সকালে শ্রমিকেরা কর্মস্থলে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে।