Web Analytics

মোহাম্মদপুরের কাটাসুর খালের জায়গায় থাকা দোতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি। ভবনের পুরোটাই খালের জায়গা দখল করে বানানো হয়েছিল। আর তিনতলা ভবনটির প্রায় ২০ ফুট অংশ খালের জায়গায় ছিল। অভিযানে খালের জায়গা দখল করে তৈরি স্থানীয় একটি মসজিদের শৌচাগার ও সীমানাদেয়াল ভাঙা হয়েছে। মসজিদের যেটুকু অংশ খালের মধ্যে পড়েছে সেটিও ভাঙা হবে। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ধর্মীয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করেই ঢাকার খাল, জলাধার ও পাবলিক প্লেসগুলো দখল করা হয়েছে। সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে ঘুমানোর সময় শেষ। দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে। অবৈধ দখলদারদের কোনো নোটিশ দেওয়া হবে না, সরাসরি উচ্ছেদ করা হবে। প্রশাসক জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!