Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংগঠনটি জানিয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে রওনা হবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। জাতীয় পতাকায় মোড়ানো হাদির কফিন শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজায় নেওয়া হবে।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে আহত হন হাদি। প্রথমে ঢাকায় চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাদির মৃত্যুতে সরকারি উপদেষ্টারা শোক প্রকাশ করেছেন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!