আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে, গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আগামী ১২ থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার সহায়তায় ২০১৯ সালে মামলাটি দায়ের করে, যেখানে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার অভিযোগ আনা হয়। অভিযানে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
শুনানির প্রথম সপ্তাহে গাম্বিয়া ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তার যুক্তি উপস্থাপন করবে, এরপর ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মিয়ানমার নিজেদের পক্ষে বক্তব্য দেবে। আদালত সাক্ষ্যগ্রহণের জন্য তিন দিন বরাদ্দ করেছে। মিয়ানমার অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের অভিযান ছিল রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে।
এই শুনানি আন্তর্জাতিক মানবাধিকার ও জবাবদিহিতা নিয়ে বৈশ্বিক আলোচনায় নতুন মাত্রা যোগ করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। চূড়ান্ত রায় পেতে সময় লাগলেও এটি রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ আইনি দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।