Web Analytics

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুদক ও টিআইবি পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দুদকের পক্ষে মহাপরিচালক জনাব মো. আক্তার হোসেন এবং টিআইবি’র পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। কর্তৃপক্ষ জানায়, সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মানোন্নয়ন এর লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, অধিপরামর্শ ও প্রচারাভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। উল্লেখ্য, দুদক ও টিআইবি পারস্পরিক সহযোগিতার জন্য ২০১৫ সালের ২৫ মে দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সম্পাদন করে। পরবর্তীতে, ২০১৭ সালের ৫ জুন দুই বছর চার মাস মেয়াদি দ্বিতীয় দফা, ০৭ অক্টোবর ২০১৯ এ তিন বছর মেয়াদি তৃতীয় দফা এবং ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে তিন বছর মেয়াদি চতুর্থ দফায় সমঝোতা স্মারক সম্পাদিত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।