সোমবার গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১৬ ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী। রাজ্জাক বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। এছাড়া রাজ্জাকের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এ বিষয়ে জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু রাজ্জাকের বিএনপির সাথে সাংগঠনিক সম্পর্ক স্বীকার করে বলেন, তার কাছ থেকে যে ককটেল পাওয়া গেছে এর দায়ভার সংগঠন নেবে না।